আজকাল ওয়েবডেস্ক: জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন।
বুমরার বোলিংয়ে তিনি এতটাই তৃপ্ত যে বলেই দিয়েছেন, ভাগ্যিস আমার সময় বুমরা ছিল না। তাহলে যে কী হত? প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন বুমরা।
আথারটনের কথায়, ‘ভাগ্য ভাল যে বুমরা আমার সময়ে ছিল না। ওকে খেলা খুব কঠিন। বোলিং অ্যাকশনটা একটু আলাদা। কিন্তু বল হাতে ভয়ঙ্কর।’
আথারটনের কথায়, ব্রেট লি কিংবা অ্যালান ডোনাল্ডের চেয়েও বুমরাকে খেলা অনেক বেশি কঠিন। আথারটন যোগ করেছেন, ‘যে সমস্ত জোরে বোলারদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে ব্রেট লি কিংবা অ্যালান ডোনাল্ডকে সামলাতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। অনেক সময় বল দেখতেও পেতাম না। বুমরাও ঠিক তেমনিই। তবে আমি তো বলব বুমরাকে খেলাও ওই দু’জনের থেকেও বেশি কঠিন।’
প্রসঙ্গত, চোটের জন্য এখন মাঠের বাইরে বুমরা। ইংল্যান্ড সিরিজে খেলবেন না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুমরাকে নিয়ে অনিশ্চয়তা থাকাতেই এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি বিসিসিআই। খুব সম্ভবত রবিবারের মধ্যে দল ঘোষণা করা হবে। সেই দলে বুমরা থাকেন কিনা সেটাই এখন দেখার।
